পিঙ্কিকে নিয়ে রাজ্য সরকারকে দ্রুত হলফনামা দিতে বলল কোর্ট

পিঙ্কি প্রামাণিককে হেনস্থা মামলায় দুসপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। আজ মামলার শুনানির পর এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে পিঙ্কির এমএমএস নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে থানায় অভিযোগও জানাতে পারেন আইনজীবীরা।

Updated By: Jul 6, 2012, 07:43 PM IST

পিঙ্কি প্রামাণিককে হেনস্থা মামলায় দুসপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। আজ মামলার শুনানির পর এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে পিঙ্কির এমএমএস নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে থানায় অভিযোগও জানাতে পারেন আইনজীবীরা।
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পিঙ্কি প্রামাণিকের ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তাঁর আইনজীবীরা। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। পিঙ্কির আইনজীবীরা অভিযোগ করেন জেল হেফাজতে তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ  আচরণ করা হচ্ছে। পিঙ্কিকে পুরুষ সেলে রাখার অভিযোগ করা হয়। তবে সরকার পক্ষের আইনজীবী জানান, পিঙ্কিকে পৃথক সেলে রাখা হয়েছে। দুপক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় দুই সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে হলনামা পেশ করতে হবে রাজ্যকে। একইসঙ্গে কেস ডায়েরি আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। পিঙ্কির এমএমএস ছড়ানো নিয়ে আইনজীবীরা থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন বলে মত দেয় ডিভিশন বেঞ্চ।
পিঙ্কির এমএমএসে অভিযোগকারিণী মহিলার ছবিও রয়েছে বলে অভিযোগ করেন সরকার পক্ষের আইনজীবীরা। সোনাজয়ী এ্যাথলিটের সঙ্গে অনামবিক ঘটনা ঘটছে বলে বিধানসভায় মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

.