কলকাতা পুলিসের STF-এর হাতে JMB-র বড় মাথা!
মঙ্গলবার সকালে চেন্নাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের ভাতার থানা এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: এসটিএফের হাতে আরও এক জেএমবি জঙ্গি। ধৃতের নাম আসাদুল্লা শেখ ওরফে রাজা। মঙ্গলবার সকালে চেন্নাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের ভাতার থানা এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সকালে চেন্নাইয়ের কাছে নিলানগড়াই জেলার সেনালপুরম গ্রামের একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ওই বাড়িতে ভাড়া ছিল রাজা। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পঞ্চায়েত নিয়ে দলীয় কোন্দলের জেরেই হামলা, মুর্শিদাবাদ তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
জানা গিয়েছে, ধৃত আসাদুল্লা শেখ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কওসরের কাছের লোক। কওসরকে গ্রেফতার করা হয়েছিল বেঙ্গালুরু থেকে। আসাদুল্লা তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল। ওখানে বসেই বর্ধমান মডিউল অপারেট করছিল বলে প্রাথমিকভাবে এসটিএফ জানতে পেরেছে।