ঘরে ফিরল চুরি হয়ে যাওয়া শিশু

অবশেষে ঘরে ফিরল চুরি হয়ে যাওয়া শিশু। গত ১৩ জানুয়ারি ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিশু বিভাগ থেকে চুরি হয়ে যায় তনিশ ফতেমার দু`দিনের সন্তান।

Updated By: Jan 28, 2012, 07:25 PM IST

অবশেষে ঘরে ফিরল চুরি হয়ে যাওয়া শিশু। গত ১৩ জানুয়ারি ন্যাশনাল মেডিক্যাল কলেজের শিশু বিভাগ থেকে চুরি হয়ে যায় তনিশ ফতেমার দু`দিনের সন্তান। প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য পরিষেবা। ঘটনার ঠিক ২ দিন পর কড়েয়া থানা এলাকায় এক মহিলার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিস। ফের ওই শিশুটিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দীর্ঘ টালবাহানার পর বিকেলে সেই শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন পরিবারের লোকেরা। অভিযোগ, শিশুটির বাবার কোনও পরিচয়পত্র না থাকায়, বাবার হাতে শিশুটিকে তুলে দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কাউন্সিলারের লেখা পরিচয়পত্র দেখিয়ে সন্তানকে ফিরে পান বাবা-মা। প্রশ্ন উঠছে, যখন শিশুর মা তনিশা ফতেমাই তাঁর স্বামীকে চিনিয়ে দিতে পারতেন, তখন কেন এমন জটিলতার মধ্যে গেলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

.