নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডে (Strand Road Fire) মৃত্যু হল ৯ জনের। ঘটনাস্থলে গিয়ে রেলের ভূমিকায় প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,'রেলের তরফে সহযোগিতা পাওয়া যায়নি।' এর পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'রেলের ভূমিকায় প্রশ্ন তুললেন মমতা। বললেন,'আগুন যাঁরা নেভাতে এসেছিলেন, দমকল ও পুলিসের একজন, আরপিএফের জওয়ান মারা গিয়েছেন। মোট ৭ জনের মৃতদেহ পাওয়া মিলেছে। দুঃখজনক ঘটনা। যতক্ষণ না দেহ সনাক্ত করা হচ্ছে, সঠিকভাবে নাম বলা যাচ্ছে না। পরিবারের দিকে তাকিয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দেবে সরকার।'


রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'রেলের তরফে কেউ আসেনি। একটা ম্যাপ চাওয়া হয়েছিল। কোনও সহযোগিতা পাওয়া যায়নি। দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। রেলের জায়গা রেলের সবটাই। তাঁদের কেউ এসেছেন কিনা খোঁজ নিচ্ছিলাম। কিন্তু কেউ আসেননি।'


আরও পড়ুন- স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ৪ দমকল কর্মী, এএসআই-সহ ৭ জনের