সোমবার বামেদের ডাকা সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে পা মেলাচ্ছে এসইউসিআই

বামেদের ডাকা সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের মিছিলে এবার পা মেলাবে এসইউসিআইও।  তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর এই প্রথম বামেদের মিছিলে হাজির থাকছে  এসইউসিআই। বৃহত্তর বাম ঐক্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহলের।

Updated By: Aug 31, 2014, 09:04 PM IST
সোমবার বামেদের ডাকা সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে পা মেলাচ্ছে এসইউসিআই

ওয়েব ডেস্ক: বামেদের ডাকা সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের মিছিলে এবার পা মেলাবে এসইউসিআইও।  তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর এই প্রথম বামেদের মিছিলে হাজির থাকছে  এসইউসিআই। বৃহত্তর বাম ঐক্যের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহলের।

পয়লা সেপ্টেম্বর গোটা বিশ্বে দিনটা পালিত হয় সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে। প্রতি বছরই এদিন মিছিলে পা মেলান বামপন্থীরা। ব্যতিক্রম হচ্ছেনা এবছরও। সোমবার দুপুর দুটোয় রামলীলা ময়দান থেকে  মিছিল শুরু হয়ে শেষ হবে দেশবন্ধু পার্কে। লক্ষ্যণীয়ভাবে,এবার বামেদের মিছিলে  হাজির থাকছে এসইউসিআইও। বিশ্বজুড়ে আগ্রাসী শক্তির যুদ্ধ প্রচেষ্টার বিরোধিতার পাশাপাশি, কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী  নীতির মোকাবিলায়ও সার্বিক বাম ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাম শিবির। এসইউসিআইকে পাশে পাওয়ায় সেই লক্ষ্যে আরও একধাপ এগোনো সম্ভব হল মনে করছেন  বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে এসইউসিআইর যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরএসপি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে সব বাম মনস্ক মানুষের একজোট হওয়ার দরকার, দাবি এসইউসিআইয়ের।

 

.