রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপকে জেরা করতে প্রস্তুত CBI। ইতিমধ্যেই তৈরি ১০ প্রশ্নের তালিকা।

Updated By: Jan 3, 2017, 08:04 AM IST
 রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: রোজভ্যালিকাণ্ডে আজ CGO কমপ্লেক্সে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপকে জেরা করতে প্রস্তুত CBI। ইতিমধ্যেই তৈরি ১০ প্রশ্নের তালিকা।

আরও পড়ুন সস্তা রাজনীতির জন্য শিল্পপতিদের কোনওভাবেই বিব্রত করা যাবে না: মুখ্যমন্ত্রী

তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাংসদ প্রভাব খাটিয়ে রোজভ্যালিকে ব্যবসা বাড়ানোয় সাহায্য করেন সুদীপ। চিফফান্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় নজরদারি সংস্থার আতসকাচ থেকে রোজভ্যালিকে আড়াল করতে সক্রিয় ছিলেন তিনি। দিল্লিতে নিজের ফ্ল্যাটে একাধিকবার গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেন। অভিযোগ, রোজভ্যালির সঙ্গে তাঁর মোটা টাকার লেনদেন হয়। বিভিন্ন সময়ে রোজভ্যালির গাড়িও সুদীপ ব্যবহার করেন বলে অভিযোগ। CBI-এর মুখোমুখি হয়ে এসব অভিযোগেরই  উত্তর দিতে হবে তৃণমূল সাংসদকে।

আরও পড়ুন  আপনি কি বাড়ি-গাড়ি কেনার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য সুখবর

.