নাকতালার হোমে তিন কিশোরীর আত্মহত্যার চেষ্টা
মানসিক নির্যাতনের অভিযোগে ফের কাঠগড়ায় সরকার অনুমোদিত হোম। বৃহস্পতিবার সকালে নাকতলার আনন্দ আশ্রম হোমে আত্মহত্যার চেষ্টা করে তিন আবাসিক কিশোরী। পরিবারের অভিযোগ, হোমে নির্যাতনের শিকার ওই কিশোরীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীদের পরিবার। আহত অবস্থায় ওই তিন কিশোরী বাঙুর হাসপাতালে চিকিত্সাধীন।
মানসিক নির্যাতনের অভিযোগে ফের কাঠগড়ায় সরকার অনুমোদিত হোম। বৃহস্পতিবার সকালে নাকতলার আনন্দ আশ্রম হোমে আত্মহত্যার চেষ্টা করে তিন আবাসিক কিশোরী। পরিবারের অভিযোগ, হোমে নির্যাতনের শিকার ওই কিশোরীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীদের পরিবার। আহত অবস্থায় ওই তিন কিশোরী বাঙুর হাসপাতালে চিকিত্সাধীন।
অভিযোগ ছিল মানসিক নির্যাতনের। তাই বেশ কয়েকদিন ধরে বাড়ি ফিরে যেতে চাইছিল প্রিয়াঙ্কা, নীলিমা, মৌসুমীরা। তাতে আমল দেননি নাকতলার আনন্দ আশ্রম হোম কর্তৃপক্ষ। দুদিনের জন্য বাড়ি গিয়ে বুধবার অনিচ্ছা সত্ত্বেও ফিরতে হয়েছিল হোমে। বৃহস্পতিবার সকালে অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তিন কিশোরী। হোমে আবাসিকদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন অভিভাবকরাও। আহত অবস্থায় ওই তিন কিশোরীকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন এলাকার মানুষজন।
মানসিক ও শারিরীক নির্যাতনের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন হোমের পরিচালন কমিটির সদস্য। তবে নির্যাতনের অভিযোগ মানতে নারাজ সম্পাদিকা। পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ করেছে কিশোরীদের পরিবার। অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় কেটে গেলেও তিন কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনই বোধ করেনি হোম কর্তৃপক্ষ। দায় সেরেছেন পরিবারের লোককে খবর দিয়েই।