আত্মহত্যা? সার্ভিস রিভলবারের গুলিতে মহাকরণে কর্তব্যরত পুলিসের মৃত্যু

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

Reported By: বিক্রম দাস | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 3, 2020, 11:30 PM IST
আত্মহত্যা? সার্ভিস রিভলবারের গুলিতে মহাকরণে কর্তব্যরত পুলিসের মৃত্যু
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: দিনে দুপুরে মহাকরণে চলল গুলি। নিজেরই সার্ভিস রিভলবরের গুলিতে মৃত্যু হয়েছে মহাকরণে কর্তব্যরত পুলিসকর্মীর। জানা গিয়েছে, ৫ নং ব্য়াটিলিয়নের কন্সেটেবল বিশ্বজিৎ কারক পশ্চিমমেদিনীপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার বেলা ৩.৩৫ নাগাদ গুলি চলে মহাকরণের ৬ নং গেটে। আর তাতেই উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: শহিদ রাজেশ ওরাংয়ের আবেগ তাঁর গ্রামে খুলিয়ে দিল বন্ধ শিক্ষাকেন্দ্র

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যাই করেছেন ওই পুলিসকর্মী।

পুলিস সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর। তাহলে কি অবসাদেই আত্মহত্যা? তবে আসলে কী কারণে পুলিস কর্মীর মৃত্য়ু তার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

.