সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি ১৭ জুন পর্যন্ত

তীব্র দাবদাহ। চল্লিশ পেরিয়ে তাপমাত্রার পারদ যেন উঠেই চলেছে। জ্বালা ধরাচ্ছে আদ্রর্তাও। অসহ্য গরমে স্কুলে গিয়ে অসু্স্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। এই অবস্থায় সরকারের কাছে গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই।

Updated By: Jun 5, 2012, 06:14 PM IST

তীব্র দাবদাহ। চল্লিশ পেরিয়ে তাপমাত্রার পারদ যেন উঠেই চলেছে। জ্বালা ধরাচ্ছে আদ্রর্তাও। অসহ্য গরমে স্কুলে গিয়ে অসু্স্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। এই অবস্থায় সরকারের কাছে গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই। পরিস্থিতি বিচার করে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলির ছুটির মেয়াদ ১৭ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর।
পূর্ব নির্ধরিত সূচী অনুযায়ী ২ জুন খুলে গিয়েছিল রাজ্যের প্রাথমিক স্কুলগুলি। সরকারি নির্দেশে মঙ্গলবার থেকে ফের ছুটি দিয়ে দেওয়া হল পড়ুয়াদের। সরকারি স্কুলের পাশাপাশি এদিন রাজ্যের সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিকেও ১৭ তারিখ পর্যন্ত বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। তারপর আবহাওয়ার গতিবিধি বুঝে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্কুলগুলির গরমের ছুটি বাড়ানো হলেও, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে। বিভিন্ন স্কুলে ভর্তির প্রক্রিয়া চলায় তাদের ছুটি বাড়ানো যায়নি। 
 
অন্যদিকে নজিরবিহীনভাবে আগামী সোমবার পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের আইনজীবারাও। কাঠফাটা রোদ, তীব্র তাপপ্রবাহের জেরে কাজ করা অসম্ভব বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। গত শুক্রবারই খুলেছিল আদালত। কিন্তু গরমের জন্য আগামী সোমবার পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। সোমবার ফের তারা বৈঠকে বসবেন। পরিস্থিতি বুঝে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হবে।

.