সুপার স্পেশালিটির ঠেলায় নাভিশ্বাস উঠছে মেডিক্যাল কলেজগুলির
চমকদারির ঠেলায় শিকেয় উঠছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা। সরকারি প্রতিশ্রুতির চাপে ধরাশায়ী চিকিত্সা পরিষেবা। সুপার স্পেশালিটির ঠেলায় নাভিশ্বাস ওঠার জোগাড় মেডিক্যাল কলেজগুলির।
ওয়েব ডেস্ক: চমকদারির ঠেলায় শিকেয় উঠছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবা। সরকারি প্রতিশ্রুতির চাপে ধরাশায়ী চিকিত্সা পরিষেবা। সুপার স্পেশালিটির ঠেলায় নাভিশ্বাস ওঠার জোগাড় মেডিক্যাল কলেজগুলির।
রাজ্যের বেশিরভাগ মেডিক্যাল কলেজেই বিশেষজ্ঞ চিকিত্সক নেই। এই অবস্থায় একের পর এক ঘোষিত সুপার স্পেশালিটির জন্য বিশেষজ্ঞ চিকিত্সক খুঁজতে কালঘাম ছুটছে । শেষমেশ হাত পড়ছে সেই মেডিক্যাল কলেজগুলির চিকিত্সক ভাঁড়ারে। ফলে সঙ্কটে মেডিক্যাল কলেজের চিকিত্সা ব্যবস্থা।
এরসঙ্গে রয়েছে অন্য সমস্যাও। সুপার স্পেশালিটিতে বিশেষজ্ঞদের ধরে রাখার স্বার্থে মোটা ভাতার টোপ দেওয়া হচ্ছে। যে বাবদ বাড়তি টাকা চেয়ে অর্থ দফতরের দ্বারস্থ হয়েছে স্বাস্থ্যভবন। কিন্তু এই বাড়তি টাকা আসবে কোথা থেকে?