সারদা কাণ্ডে সিবিআই তদন্ত নয় কেন, রাজ্যের কাছে লিখিতভাবে জানতে চাইল সুপ্রিম কোর্ট
সারদা কাণ্ডে কেন সিবিআই তদন্ত হবে না? রাজ্যকে লিখিতভাবে তা জানাতে বলল সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রাজ্যের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্যকে একমাস সময়ও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে।
সারদা কাণ্ডে কেন সিবিআই তদন্ত হবে না? রাজ্যকে লিখিতভাবে তা জানাতে বলল সুপ্রিম কোর্ট। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রাজ্যের অবস্থান জানতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্যকে একমাস সময়ও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে।
আজ ফের মামলাটির শুনানি শুরু হলে রাজ্যের তরফে আরও সময় চাওয়া হয়। রাজ্যকে জবাব দিতে ছয় সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে জবাব দেওয়ার জন্য মামলাকারীদের আরও চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দশ সপ্তাহ পর এই মামলায় ফের শুনানি হবে।
এদিকে, বাজার থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলেছিল সারদা। সবটাই নিয়ন্ত্রণ করতেন সারদা কর্তা সুদীপ্ত সেন। যৌথ রিপোর্টে জানিয়েছে রাজ্য পুলিস ও এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। সংবাদ সংস্থা পিটিআইয়ের হাতে থাকা ওই রিপোর্টে প্রকাশ, এ রাজ্য, ওড়িশা, আসম, ঝাড়খণ্ড ও অন্য রাজ্যে জাল বিস্তার করেছিল সারদা।
পিটিআইয়ের হাতে থাকে সেই রিপোর্টে কী বলা হয়েছে পড়ুন বিস্তারিত এখানে ক্লিক করে