প্রকাশ্য মঞ্চে নরেন্দ্র মোদীকে 'হারামজাদা' বললেন সূর্যকান্ত মিশ্র
প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন সূর্যকান্ত মিশ্র।
![প্রকাশ্য মঞ্চে নরেন্দ্র মোদীকে 'হারামজাদা' বললেন সূর্যকান্ত মিশ্র প্রকাশ্য মঞ্চে নরেন্দ্র মোদীকে 'হারামজাদা' বললেন সূর্যকান্ত মিশ্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/23/99920-surya-modi.jpg)
নিজস্ব প্রতিনিধি: সাধিকা নিরঞ্জন জ্যোতির পর 'হারামজাদা' প্রসঙ্গের অবতারণা করলেন সূর্যকান্ত মিশ্র। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই 'হারামজাদা' বলে বসলেন সিপিএমের রাজ্য সম্পাদক।
বৃহস্পতিবার রানি রাসমণি রোডে একটি উদ্বাস্তু সংগঠনের সভায় স্বভাবসিদ্ধ ঢঙে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছিলেন সূর্যকান্ত মিশ্র। তখনই তিনি বলেন, ''ক্ষমতায় আসার পর বলেছিলেন, কে রামজাদা? কে হারামজাদা? আমি বলছি, নরেন্দ্র মোদী আপনি আপনিই সবচেয়ে বড় হারামজাদা।''
সভার পর সূর্যকান্ত মিশ্রের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি সতর্ক ভাবেই প্রধানমন্ত্রীকেই ওই শব্দ দিয়ে বিঁধেছেন? অবস্থানে অনড় থেকে সিপিএমের রাজ্য সম্পাদক জানান, ''আমি মোদীকেই হারামজাদা বলেছি।''
আরও পড়ুন- মুডিজ রেটিং সংস্থার সঙ্গে টম মুডিকে গুলিয়ে তামাশার পাত্র কমরেডরা
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নয়, ২০১৪ সালে দিল্লিতে একটি সভায় কেন্দ্রীয়মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি 'রামজাদে ও হারামজাদে' শব্দের ব্যবহার করেছিলেন। সেজন্য ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে। তখন রাজ্যসভায় সরকারকে বিঁধেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আর এদিন তাঁর দলেরই শীর্ষ নেতার মুখেই উঠে এল বিতর্কিত সেই শব্দ- 'হারামজাদা'।