সুরুচির 'থিম মা' কাঁপিয়ে দিচ্ছে, জিতল ২৪ ঘণ্টার সেরা বারোয়ারির পুরস্কার

খাস কলকাতার বুকে উঠে এসেছে তামিলনাড়ুর প্রাচীন মন্দির। সুরুচি সঙ্ঘের থিম মা। সাজসজ্জায় তুলে ধরা হয়েছে তামিলনাড়ুকে। থিম সং রচনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। গানের সুর দিয়েছেন জিত্‍ গাঙ্গুলি, গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

Updated By: Oct 19, 2015, 07:02 PM IST

ওয়েব ডেস্ক: খাস কলকাতার বুকে উঠে এসেছে তামিলনাড়ুর প্রাচীন মন্দির। সুরুচি সঙ্ঘের থিম মা। সাজসজ্জায় তুলে ধরা হয়েছে তামিলনাড়ুকে। থিম সং রচনা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। গানের সুর দিয়েছেন জিত্‍ গাঙ্গুলি, গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

মণ্ডপের বাইরে সাজসজ্জায় তামিলনাড়ুর মন্দিরের গোপুরামের আদল। আর ভিতরে ঢুকলে? মণ্ডপ জুড়ে ছড়িয়ে রয়েছে তামিলনাড়ুর লোকসংস্কৃতির হরেক চিহ্ন। মন্ত্রী অরূপ বিশ্বাসের এই পুজো জিতে নিল চব্বিশ ঘণ্টা মহাপুজোর সেরা বারোয়ারির পুরস্কার।

সুরুচির পুজোর প্যান্ডেলের সামনে এখন লম্বা লাইন।

 

.