সিঙ্গুরে জমি ফেরানো নিয়ে মমতাকে কটাক্ষ সুর্যকান্ত মিশ্রর

সিঙ্গুর-দিবস পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে তাঁর প্রতিক্রিয়া, "জমি নিয়েই শিল্প হয়। এবং সেক্ষেত্রে কৃষি থেকে শিল্প, এটাই সভ্যতার ইতিহাস। কিন্তু মুখ্যমন্ত্রী উল্টো পথে হাঁটতে চান। ইতিহাস নতুন করে লিখতে চান এবং চান গোটা বিশ্ব তাঁর এই নতুন মডেল অনুসরণ করুক।"

Updated By: Sep 15, 2016, 11:46 AM IST
সিঙ্গুরে জমি ফেরানো নিয়ে মমতাকে কটাক্ষ সুর্যকান্ত মিশ্রর

ওয়েব ডেস্ক : সিঙ্গুর-দিবস পালন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে তাঁর প্রতিক্রিয়া, "জমি নিয়েই শিল্প হয়। এবং সেক্ষেত্রে কৃষি থেকে শিল্প, এটাই সভ্যতার ইতিহাস। কিন্তু মুখ্যমন্ত্রী উল্টো পথে হাঁটতে চান। ইতিহাস নতুন করে লিখতে চান এবং চান গোটা বিশ্ব তাঁর এই নতুন মডেল অনুসরণ করুক।"

আরও পড়ুন- আজ সিঙ্গুর দিবস, শুরু হল জমির দলিল ফেরানোর কাজ

আদালতের নির্দেশে আজই সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ি কারখানার জন্য অধিগৃহীত জমি ফেরানোর কাজ শুরু করা হল। আজকের দিনটিকে তৃণমূল কংগ্রেসের জয় বলে ধরে নিয়েই সিঙ্গুর দিবস পালনের মধ্যে দিয়ে শুরু হল সেই কাজ। আজই সেখানে সরকারি ভাবে ৮০০ জন অনিচ্ছুক কৃষকের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৯১১৭ জন কৃষকের হাতে জমির পরচা ও দলিল তুলে দেওয়া হয়।

.