`অর্ডিন্যান্স ও ১৪৪ ধারার সরকার`, কটাক্ষ সূর্যকান্তের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অর্ডিনান্স আর একশো চুয়াল্লিশ ধারার সরকার বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

Updated By: Jan 13, 2012, 06:27 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অর্ডিনান্স আর একশো চুয়াল্লিশ ধারার সরকার বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার চার বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা এক কনভেনশনে তিনি বলেন, `রায়গঞ্জ ও রামপুরহাট কলেজ এখন বাংলার মুখ। আর নতুন বাংলার এই মুখ তুলে ধরছেন খোদ মুখ্যমন্ত্রী।` রায়গঞ্জ এবং রামপুরহাটে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় রাজ্য-রাজনীতি উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় অভিযুক্তদের প্রচ্ছন্ন সমর্থন দেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে। সরব হয়েছেন বামেরাও। চার বাম ছাত্র সংগঠনের কনভেনশনে শোনা গেল সেই বিরোধিতারই সুর। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে এদিন সূর্যকান্তবাবুর বক্তব্য, মুখ্যমন্ত্রী যে ভাষায় বক্তব্য রাখছেন তা অন্ধকার জগতের ভাষা। এভাবে চললে রাজ্য সবক্ষেত্রেই ক্রমশ পিছিয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলনেতা।

.