ওয়েব ডেস্ক: বিবেকানন্দ মহিলা কলেজে উপাচার্য নিগ্রহের ঘটনা। ৩ দিন পর ব্যবস্থা নিল কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ হেনস্থায় যুক্ত ৯ জন কলেজ ছাত্রীকে সাসপেন্ড করল কলেজ। বাকি ৭৭ জনকে বলা হল উপাচার্যের কাছে ক্ষমা চাইতে।


বেহালা বিবেকানন্দ কলেজে উপাচার্য নিগ্রহের ঘটনায় অবশেষে ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ। সিসিটিভি দেখে চিহ্নিত ৯ ছাত্রীকে ১ বছরের জন্য সাসপেন্ড করা হল। বাকি ৭৭ জন বিক্ষোভকারীকে উপাচার্য সুগত মারজিতের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার জন্য উপাচার্যের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেবে কলেজও। এর পাশাপশি চিহ্নিত করা হয়েছে দেশবন্ধু গার্লস কলেজের ৪ ছাত্রীকেও। বিবেকানন্দ কলেজের তরফে দেশবন্ধু গার্লস কলেজের অধ্যক্ষকে পুরো বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হবে। কলেজে ঢুকে পরা বহিরাগত যুবকের বিরুদ্ধে FIR  করছে কর্তৃপক্ষ।