Suvendu Adhikari: টাকা চেয়ে সুদীপ্ত সেনকে 'ব্ল্যাকমেল'! শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক সারদাকর্তা
বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। সাংবাদিকদের সুদীপ্ত সেন যা বলেছেন, সেই ভিডিয়ো টুইট করলেন পার্থ চট্টোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য।
বিক্রম দাস: বিভিন্ন প্রকল্প পাস করিয়ে দেওয়ার টাকা নিয়েছেন, তাও আবার 'ব্ল্যাকমেল' করে! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সারদাকর্তা সুদীপ্ত সেন। শুধু তাই নয়, আদালতে চিঠিও দিয়েছেন তিনি। সাংবাদিকদের যা বলেছেন, সেই ভিডিয়োটি হাতিয়ার করে বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা সুর চড়াল তৃণমূল।
ঘটনাটি ঠিক কী? এদিন বিধাননগরের MP-MLA আদালতে হাজিরা দেন সুদীপ্ত সেন। আদালতে বেরনোর সময়ে সুদীপ্ত সেন বেশ কিছু প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই ভিডিয়োটি টুইট করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়। দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য টুইটে লিখেছেন, 'সবকিছু সরিয়ে রেখে CBI-র অবিলম্বে দেখা উচিত, কী গোপন করছেন শুভেন্দু অধিকারী! সারদাকর্তা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন'।
Keeping EVERYTHING ASIDE, the CBI must immediately look into what deep, dark secrets @SuvenduWB is hiding! Sarada Chief confirms how it was SUVENDU ADHIKARI who took money.@narendramodi, WHY ARE YOU SHELTERING CRIMINALS? Where is justice? pic.twitter.com/riIWSBaK8b
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) June 24, 2022
He took money, he blackmailed but he is roaming-freely!
Can CBI justify why @SuvenduWB has been allowed to walk freely in Sarada scam while Opp leaders faced the wrath?
Did @narendramodi ji assign the task to CBI which they passed with flying colours?#BJPSheltersCriminals pic.twitter.com/FxgFyUx4md
— Partha Chatterjee (@itspcofficial) June 24, 2022
সারদা মামলায় ৭ বছর ধরে বন্দি সুদীপ্ত সেন। একুশের বিধানসভা ভোটে আগে সংশোধানাগার থেকে প্রধানমন্ত্রী ও মু্খ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সুদীপ্ত সেন। কেন? সূত্রের খবর, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রভাবশালীর নামে উল্লেখ করেন তিনি। অভিযোগ করেছিলেন, বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা নিয়েছেন ওই ৬ প্রভাবশালী।