Suvendu Adhikari: টাকা চেয়ে সুদীপ্ত সেনকে 'ব্ল্যাকমেল'! শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক সারদাকর্তা

বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। সাংবাদিকদের সুদীপ্ত সেন যা বলেছেন, সেই ভিডিয়ো টুইট করলেন পার্থ চট্টোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য।

Updated By: Jun 24, 2022, 08:35 PM IST
Suvendu Adhikari:  টাকা চেয়ে সুদীপ্ত সেনকে 'ব্ল্যাকমেল'! শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক সারদাকর্তা

বিক্রম দাস: বিভিন্ন প্রকল্প পাস করিয়ে দেওয়ার টাকা নিয়েছেন, তাও আবার 'ব্ল্যাকমেল' করে! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সারদাকর্তা সুদীপ্ত সেন। শুধু তাই নয়, আদালতে চিঠিও দিয়েছেন তিনি। সাংবাদিকদের যা বলেছেন, সেই ভিডিয়োটি হাতিয়ার করে বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা সুর চড়াল তৃণমূল।

ঘটনাটি ঠিক কী? এদিন বিধাননগরের MP-MLA আদালতে হাজিরা দেন সুদীপ্ত সেন। আদালতে বেরনোর সময়ে সুদীপ্ত সেন বেশ কিছু প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই ভিডিয়োটি টুইট করে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়। দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য টুইটে লিখেছেন, 'সবকিছু সরিয়ে রেখে CBI-র অবিলম্বে দেখা উচিত, কী গোপন করছেন শুভেন্দু অধিকারী! সারদাকর্তা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন'। 

 

 

সারদা মামলায় ৭ বছর ধরে বন্দি সুদীপ্ত সেন। একুশের বিধানসভা ভোটে আগে সংশোধানাগার থেকে প্রধানমন্ত্রী ও মু্খ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সুদীপ্ত সেন। কেন? সূত্রের খবর, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রভাবশালীর নামে উল্লেখ করেন তিনি। অভিযোগ করেছিলেন,  বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা নিয়েছেন ওই ৬ প্রভাবশালী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.