উপনির্বাচনে সব মেশিন পাল্টেছে, শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক Suvendu
প্রত্যাশিতভাবে বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: এতদিন বিরোধীদের মুখে শোনা যেত ইভিএম কারচুপির অভিযোগ। এবার সদ্য সমাপ্ত উপনির্বাচনে বড়সড় কারচুপির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি,সব মেশিন বদলে দিয়েছে রাজ্যের শাসক দল।
কলকাতায় একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শুভেন্দু। ওই অনুষ্ঠান থেকে বেরোনার সময় বিরোধী দলনেতা বলেন,''সব মেশিন পাল্টেছে। বুথ ধরে ধরে বের করেছি আমি। সৌমেন গদলের জেনারেল সেক্রেটারি। ওঁর বাড়ির ভোট ৮টি। বুথে পড়েছে ১টি ভোট। শান্তিপুর কলেজের বুথে ৮টা ভোট পেয়েছে বিজেপি।'' এনিয়ে বিজেপি কি কোনও ব্যবস্থা নেবে? স্পষ্ট করেননি বিরোধী দলেনতা। তাঁর কথায়,''যা করার করব। মানুষ দেখছে। ১০০-র মধ্যে ৮৭ শতাংশ ভোট পাচ্ছে একটা দল। সবাই দেখছে হাসছে। পতনের জন্য যা যা হওয়ার তা হচ্ছে।''
প্রত্যাশিতভাবে বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন,''বিরোধী দলনেতার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। ওঁর মাথার ধূসর জায়গা বদলে নিন। কেন্দ্রীয় বাহিনীর আওতায় নির্বাচন হয়েছে। এটা হতে পারে কখনও? কূপমণ্ডুক হয়ে থাকলে চলবে? তামিলনাড়ুতে বিজেপির এক প্রার্থী ১টি ভোট পেয়েছেন। শুভেন্দু বিজেপির সামনের সারিতে থাকলে ওদের কর্মীরাই ভোট দেবে না। মুখ দেখাতে পারছেন না। । নিজেদের দোষে হেরে বাজারগরম করছেন।''
উল্লেখ্য, চার কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। ৩ আসনে জামানত জব্দ হয়েছে তাদের। গত বিধানসভা ভোটে শান্তিপুর ও দিনহাটায় জিতেছিল তারা। সেই দিনহাটায় জামানত জব্দ হয়েছে পদ্মপ্রার্থীর। রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূলের উদয়ন গুহ। শান্তিপুরেও জামানত জব্দ হলেও লড়াই দিতে পারেনি গেরুয়া শিবির।
আরও পড়ুন- Tathagata Roy: 'স্বেচ্ছায় এখনই দল ছাড়ছি না, বিবেকের ভূমিকা পালন করে যাব', টুইট তোপ তথাগতর