Suvendu Adhikari: রাজীবের সারদা যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর!
একসময়ে কলকাতা পুলিসের কমিশনার ছিলেন। এবার রাজ্য পুলিসের শীর্ষ পদে রাজীব কুমার। কিন্তু নিয়মাফিক কেন্দ্রের কাছে তাঁর নাম পাঠানো হয়নি। সেকারণেই আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন ১৯৮৯ সালের এই আইপিএস অফিসারকে। সূত্রের খবর তেমনই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: লোকসভা ভোটের আগে রাজ্য পুলিসের নয়া ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, 'গ্রেফতারি এড়াতে যিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাঁকে পুরষ্কৃত করলেন সারদা কেলেঙ্কারি সবচেয়ে বড় সুবিধাভোগী'।
আরও পড়ুন: Rajeev Kumar: রাজ্যের নয়া ডিজি রাজীব কুমার; 'নির্দোষকে বলি দিতে যাবেন না', বিস্ফোরক কুণাল...
একসময়ে কলকাতা পুলিসের কমিশনার ছিলেন। এবার রাজ্য পুলিসের শীর্ষ পদে রাজীব কুমার। কিন্তু নিয়মাফিক কেন্দ্রের কাছে তাঁর নাম পাঠানো হয়নি। সেকারণেই আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন ১৯৮৯ সালের এই আইপিএস অফিসারকে। সূত্রের খবর তেমনই।
এদিকে ২০১৯ সালে সারদা মামলায় এই রাজীব কুমারকে অভিযুক্ত করে তদন্তে নামে সিবিআই। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। রাজীবকে জেরা করতে যখন তাঁর বাড়িতে যান তদন্তকারীরা, তখন প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, 'লোকসভা ভোটের আগে সারদা মামলা তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্যই রাজীব কুমারকে রাজ্য পুলিসের ডিজি পদে নিয়োগ করা হল'।
A person who was wilfully absconding to evade arrest and according to the Hon'ble Solicitor General of India has 'suppressed relevant materials during probe' to protect the vested interests of the high & mighty of WB Govt, has been duly awarded by the "Principal Beneficiary of… pic.twitter.com/fbhgDU8wja
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 27, 2023
এদিকে রাজীব নিয়োগে বিস্ফোরক খোদ তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, 'রাজীব কুমার একজন দক্ষ পুলিস অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন চলেছিল। আমরা সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। কিছুদিন আগে কালীপুজোর দিন বহুকাল বাদে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। ভালো খাকুন। ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে, আমার মতো কোনও নির্দোষকে যেন কারও না কার নির্দেশে কখনও বলি দিতে যাবেন না। তার পরেরদিনগুলি ভগবান ভালো দেন না'।
ঘটনাটি ঠিক কী? ২০১৩ সালে সারদা মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল রাজ্য সরকার। দায়িত্বে ছিলেন বিধানগরের তৎকালীন পুলিস কমিশনার রাজীব। তখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ। সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Jadavpur University: 'উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাব', অপসারণ-জটে অনড় বুদ্ধদেব সাউ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)