নিজস্ব প্রতিবেদন:  হেস্টিংস থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের ফলপ্রকাশের পরে রাজ্য জুড়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তার প্রতিবাদ জানাল রাজ্য বিজেপি। বুধবার হেস্টিংসে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ দেখাল রাজ্য বিজেপি। সেখানে জয়ী বিজেপি প্রার্থীদের শপথবাক্যও পাঠ করালেন জে পি নাড্ডা (j p nadda)। মমতা বন্দ্য়োপাধ্যায়ের (mamata banerjee) শপথবাক্য় পাঠের অনুষ্ঠানের বিরোধিতাও করেন তাঁরা। সেই অনুষ্ঠানের শেষে নন্দীগ্রাম থেকে জয়ী শুভেন্দু অধিকারী (suvendu adhikari) মমতাকে তীব্র কটাক্ষ করেন। 


আরও পড়ুন: 'বাংলায় আগুন জ্বলছে, দয়া করে হিংসা থামান', উদ্বেগ প্রকাশ Mithun Chakraborty এর


সেখানে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি নন্দীগ্রামে তৃণমূলের পুনর্গণনার দাবি নিয়ে বলেন, নির্বাচন কমিশন সেদিনই পুনর্গণনার আর্জি বাতিল করেছে। যে কোনো দলই পুনর্গণনার দাবি তুলতে পারে। পুনর্গণনার পদ্ধতি মেনে যে কোনো দলের প্রাথী কোর্টে পিটিশন করতে পারেন। রিটার্নিং অফিসারের কিছু বলার থাকলে তিনি কমিশনকে বলবেন। 


এরপর শুভেন্দু নিজের প্রসঙ্গে বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে সুখী। যে মুখ্যমন্ত্রী নিজেই হেরেছেন, তিনি শপথ নিছেন! হারা মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন। ওটা (তৃণমূল কংগ্রেস) যে 'প্রাইভেট লিমিটেড কোম্পানি', এ তো আগেই বলেছি। আর কোনো মুখ্যমন্ত্রী পায়নি তো! বিরোধী দলের যাঁরা আজ শপথ বয়কট করলেন তাঁদের সবাইকে শ্রদ্ধা জানাই।' 


শুভেন্দু রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা হিংসাত্মক ঘটনার প্রসঙ্গে বলেন, 'নন্দীগ্রামের (nandigram) হারা তৃণমূল প্রাথী নিজেই হিংসা ছড়াচ্ছেন। 'খেলা হবে' বলেছিল। মহিলাদের উপর অত্যাচার করে আসল খেলা দেখাচ্ছে। সংখ্যা শেষ কথা বলে না। আমি বুদ্ধবাবুর সময়েও দেখেছিলাম, ৬ মাসের মধ্যে কী হয়েছিল!'


আরও পড়ুন: তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ, প্রথম কাজ কোভিড মোকাবিলা: Mamata