কলকাতার মিলনমেলা প্রাঙ্গনে শুরু হল বাংলার তাঁতের হাট
ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মিলনমেলা প্রাঙ্গনে শুরু হল বাংলার তাঁতের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। মেলা চলবে আগামী ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত। তাঁতশিল্পীদের নতুন প্রাণশক্তি দিয়েছে এই তাঁতের হাট বলে মনে করছেন সেখানে আসা কারিগররা। সরকারের পক্ষ থেকে সেখানে দেওয়া হচ্ছে জীবনবিমার সুযোগও। হাটে বালুচরী, কোরিয়াল, টাঙ্গাইল, বেগমপুরী, জামদানি শাড়ির সম্ভার থাকছে। তবে শুধুই শাড়িই নয়, মেলায় রয়েছে তাঁতের তৈরি অন্য সামগ্রীও। প্রথম দিন থেকেই ভিড় চোখে পড়রা মতো।
আরও পড়ুন- চিকিত্সায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র বিপি পোদ্দার হাসপাতাল