নিজস্ব প্রতিবেদন:  গোটা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা। ভোটের আগে রাজনৈতিক নেতাদের দল বদলের হিড়িক। এই পালাবদলের মাঝে  'বিকল্প আছে' মঞ্চ তৈরি করে একজোট হলেন বামপন্থী মনোভাবাপন্ন কলাকুশলীরা। সেই মঞ্চ থেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার।  বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার বলেন, ''এই সময় ভয়ঙ্কর, ভয়াবহ''।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তরুণ মজুমদারের কথায়, ''একদিকে ঝুড়ি বোঝাই নেতারা এপার ওপার করছেন, মাথা বিকোচ্ছেন সেখানে কৃষকরা অধিকার এর দাবি তে লড়াই করছেন।'' জোর গলায় বললেন ''আজ এই সময় বামপন্থীদের সংস্কৃতিক আন্দোলন কে আরো ছড়িয়ে দিতেই হবে।''


আরও পড়ুন-টিকিট না পাওয়ায় 'ক্ষোভ', BJP-তে যাচ্ছেন Hiran?



রবিবার যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনের ৩০০ দিন অনুষ্ঠানের পাশে তরুণ মজুমদার ছাড়াও ছিলেন, পরিচালক অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, উৎসব মুখোপাধ্যায়, অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, দেবদূত ঘোষ সহ আরও অনেকেই। 'বিকল্প আছে' মঞ্চ থেকে এদিনের কু-কথার রাজনীতি নিয়ে সরব হন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। জি ২৪ ঘণ্টায় মদন মিত্র-অর্জুন সিংয়ের তরজার রেশ টেনে তিনি বলেন, ''টেলিভিশনের শোয়ে বসে এধরণের কুরুচিকর বয়ান কি পাবলিসিটি স্টান্টের জন্য! সেটা বোঝা দায়। এধরণের ভাষার ব্যবহারে অবাক হয়েছি। অনীক দত্তের কথায়, ''ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, বামেরা আসবে না, ওঁদের ভোট দেওয়ার দরকার নেই। কিন্তু ভোট টা তো দিয়ে দেখুন। এই উগ্রতাকে সমর্থন করি না।''



দেবজ্যোতি মিশ্র টলিপাড়ার দলবদল নিয়ে সাফ জানান, ''যাঁরা বামপন্থী নন, মানুষের জন্য কাজ করতে চাইছেন, এটা বিশ্বাসই করি না। অন্য রাজনৈতিক দলের সঙ্গে মানুষ ও জীবনের কোনও ভিত্তিই নেই। ওঁরা হিংস্র, যাঁরা সম্প্রীতির কথা বলেন না, তাঁরা কীভাবে মানুষের হয়ে কাজ করবেন। সময় এসেছে স্পষ্ট করে কথা বলার।'' এদিন নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর কথা বলেন অভিনেতা দেবদূত ঘোষ। জানালেন রামকে তাঁরা কীভাবে দেখছে, তা তুলে ধরতে 'রাবণের শক্তিশেল' নাটকের মহড়া চলছে।