অঘোষিত ট্যাক্সি ধর্মঘটে আজ ফের শহর জুড়ে নাকাল সাধারণ মানুষ

ট্যাক্সি চালকদের অঘোষিত ধর্মঘটে আজ ফের হয়রানির শিকার সাধারণ মানুষ। শুক্রবার যে বাইশজন ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছিল তাঁদের মুক্তির দাবিতে আন্দোলন করছেন ট্যাক্সিচালকরা। আজ ব্যাঙ্কশাল কোর্টে তাঁদের তোলা হবে। তাঁদের মুক্তির দাবিতে কোর্টের সামনেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। যদিও সিটুর তরফে জানানো হয়েছে আন্দোলন চললেও আজ থেকে আর ধর্মঘট নয়।

Updated By: Aug 12, 2014, 11:35 AM IST
অঘোষিত ট্যাক্সি ধর্মঘটে আজ ফের শহর জুড়ে নাকাল সাধারণ মানুষ

কলকাতা: ট্যাক্সি চালকদের অঘোষিত ধর্মঘটে আজ ফের হয়রানির শিকার সাধারণ মানুষ। শুক্রবার যে বাইশজন ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছিল তাঁদের মুক্তির দাবিতে আন্দোলন করছেন ট্যাক্সিচালকরা। আজ ব্যাঙ্কশাল কোর্টে তাঁদের তোলা হবে। তাঁদের মুক্তির দাবিতে কোর্টের সামনেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। যদিও সিটুর তরফে জানানো হয়েছে আন্দোলন চললেও আজ থেকে আর ধর্মঘট নয়।

কিন্তু, বাস্তবে ছবিটা ঠিক উল্টো। আজও ট্যাক্সি বের করেননি অধিকাংশ চালক। হাওড়া স্টেশনে যাত্রীদের হয়রানির চেনা ছবি ধরা পড়েছে। পার্টস্ট্রিটে একটি নো রিফিউজাল ট্যাক্সিতে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। ট্যাক্সি চালকের অপরাধ তিনি একটি শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। 

.