রাজ্যপালের হস্তক্ষেপে উঠে গেল ট্যাক্সি ধর্মঘট
শেষ পর্যন্ত রাজ্যপালের হস্তক্ষেপে উঠল ট্যাক্সি ধর্মঘট। টানা ছদিন ধর্মঘট চলার পর আজ তা প্রত্যাহার করে নেন বামপন্থী ট্যাক্সি মালিক সংগঠনগুলি। ট্যাক্সির অচলাবস্থা কাটাতে সোমবার রাজ্যপাল ডেকে পাঠান সিটু ও এআইটিইউসির এক প্রতিনিধি দলকে।
![রাজ্যপালের হস্তক্ষেপে উঠে গেল ট্যাক্সি ধর্মঘট রাজ্যপালের হস্তক্ষেপে উঠে গেল ট্যাক্সি ধর্মঘট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/22/29378-taxi.jpg)
কলকাতা: শেষ পর্যন্ত রাজ্যপালের হস্তক্ষেপে উঠল ট্যাক্সি ধর্মঘট। টানা ছদিন ধর্মঘট চলার পর আজ তা প্রত্যাহার করে নেন বামপন্থী ট্যাক্সি মালিক সংগঠনগুলি। ট্যাক্সির অচলাবস্থা কাটাতে সোমবার রাজ্যপাল ডেকে পাঠান সিটু ও এআইটিইউসির এক প্রতিনিধি দলকে।
তাঁরা জানিয়েছেন, ট্যাক্সি জট কাটাতে পরিবহণমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যপাল। ট্যাক্সি সমস্যার সমাধানে তাঁর আশ্বাস পাওয়ার পরই প্রত্যাহার করা হয় ট্যাক্সি ধর্মঘট। গত দেড় মাসে ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে একাধিকবার কখনও ঘোষিত কখনও অঘোষিত ধর্মঘটে সামিল হন বামপন্থী ট্যাক্সি মালিক সংগঠনগুলি।