আজ টি বোর্ডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ দেখাবে বাম নেতৃত্ব

চা বাগানে লাগাতার শ্রমিক মৃত্যুকে এবার নির্বাচনী হাতিয়ার করতে চলেছে বামেরা। আজ টি বোর্ডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ দেখাবে বাম নেতৃত্ব। বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে বিক্ষোভ। বিক্ষোভের যৌথ আয়োজনে কলকাতা জেলা বামফ্রন্ট, এগারোটি ট্রেড ইউনিয়ন, বারোই জুলাই কমিটি। টি প্ল্যানটেশন আইনের পরিবর্তন থেকে অধিগৃহীত চা বাগানের দুরবস্থা-সব নিয়েই সরব হবেন বিক্ষোভকারীরা। চা শ্রমিকদের আর্থিক সাহায্যেরও পরিকল্পনা রয়েছে বামেদের। পাশপাশি, উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর চেহারা দক্ষিণবঙ্গের মানুষদের কাছে তুলে ধরাও বামেদের উদ্দেশ্য। সেইজন্য সতেরোই জানুয়ারি সারা রাজ্য থেকে অর্থ জোগাড় করা হবে। 

Updated By: Jan 11, 2016, 09:56 AM IST
আজ টি বোর্ডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ দেখাবে বাম নেতৃত্ব

ওয়েব ডেস্ক: চা বাগানে লাগাতার শ্রমিক মৃত্যুকে এবার নির্বাচনী হাতিয়ার করতে চলেছে বামেরা। আজ টি বোর্ডের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ দেখাবে বাম নেতৃত্ব। বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে বিক্ষোভ। বিক্ষোভের যৌথ আয়োজনে কলকাতা জেলা বামফ্রন্ট, এগারোটি ট্রেড ইউনিয়ন, বারোই জুলাই কমিটি। টি প্ল্যানটেশন আইনের পরিবর্তন থেকে অধিগৃহীত চা বাগানের দুরবস্থা-সব নিয়েই সরব হবেন বিক্ষোভকারীরা। চা শ্রমিকদের আর্থিক সাহায্যেরও পরিকল্পনা রয়েছে বামেদের। পাশপাশি, উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর চেহারা দক্ষিণবঙ্গের মানুষদের কাছে তুলে ধরাও বামেদের উদ্দেশ্য। সেইজন্য সতেরোই জানুয়ারি সারা রাজ্য থেকে অর্থ জোগাড় করা হবে। 

.