বাড়তে পারে তাপমাত্রা
আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বাড়ারই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড। কুয়াশার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বাড়ারই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড। কুয়াশার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট চললেও দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প ছিল না। কিন্তু গত চব্বিশে ডিসেম্বর থেকে সকালের দিকে কুয়াশা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি হওয়ায় কিছুটা হলেও দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। যদিও সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দুটো তাপমাত্রাই এখনও স্বাভাবিকের থেকে কম।