ট্যাংরায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, প্রাণ বাঁচাতে ছাতার দোকানে লুকলো পুলিস

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।  ইট, বোমা, গুলি। রণক্ষেত্র ট্যাংরা। আজ সকালে বৈশালী মোড়ে অলোক খাটুয়া ও প্রদীপ গুহ নামে এলাকার দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় বেপরোয়া ইটবৃষ্টি ও বোমাবাজি। সংঘর্ষের মধ্যেই পাঁচ রাউন্ড গুলিও চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছয় ট্যাংরা থানার পুলিস। কিন্তু, তাদের ওপরই চড়াও হয় দুষ্কৃতীরা। ছাতার দোকানে লুকিয়ে পড়ে কোনওরকমে প্রাণ বাঁচায় পুলিস। আহত হন পাঁচজন পুলিসকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌছয় র‍্যাফ ও অতিরিক্ত বাহিনী। আতঙ্কে স্কুলেই আটকে পড়েছে ছাত্র ছাত্রীরা, শেষ পর্যন্ত র‍্যাফ গিয়ে স্কুল থেকে শিক্ষক-শিক্ষকা এবং আটকে থাকা ছাত্র ছাত্রীদের উদ্ধার করে।  

Updated By: Aug 18, 2015, 04:46 PM IST
ট্যাংরায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, প্রাণ বাঁচাতে ছাতার দোকানে লুকলো পুলিস

ওয়েব ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।  ইট, বোমা, গুলি। রণক্ষেত্র ট্যাংরা। আজ সকালে বৈশালী মোড়ে অলোক খাটুয়া ও প্রদীপ গুহ নামে এলাকার দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় বেপরোয়া ইটবৃষ্টি ও বোমাবাজি। সংঘর্ষের মধ্যেই পাঁচ রাউন্ড গুলিও চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছয় ট্যাংরা থানার পুলিস। কিন্তু, তাদের ওপরই চড়াও হয় দুষ্কৃতীরা। ছাতার দোকানে লুকিয়ে পড়ে কোনওরকমে প্রাণ বাঁচায় পুলিস। আহত হন পাঁচজন পুলিসকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌছয় র‍্যাফ ও অতিরিক্ত বাহিনী। আতঙ্কে স্কুলেই আটকে পড়েছে ছাত্র ছাত্রীরা, শেষ পর্যন্ত র‍্যাফ গিয়ে স্কুল থেকে শিক্ষক-শিক্ষকা এবং আটকে থাকা ছাত্র ছাত্রীদের উদ্ধার করে।  
গোটা ঘটনায় থমথমে পরিবেশ এলাকায়।

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিস।

.