এ বার কেন্দ্রের দ্বারস্থ উত্তীর্ণ হওয়া প্রাইমারি টেট পরীক্ষার্থীরা
এ বার কেন্দ্রের দ্বারস্থ উত্তীর্ণ হওয়া প্রাইমারি টেট পরীক্ষার্থীরা
এবার কেন্দ্রের দ্বারস্থ উত্তীর্ণ হওয়া প্রাইমারি টেট পরীক্ষার্থীরা। তাঁরা দেখা করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে রাজ্য বিজেপির নেতাদের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। তাঁদের কাছ থেকে চিঠি পেয়ে পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।
চলতি মাসের শেষেই তিনি পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে নিজেদের অভিযোগ জানাবেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের নির্ধারিত সময়সীমা অগ্রাহ্য করে দুহাজার বারো সালের টেট পরীক্ষার পর প্রশিক্ষণহীনদের নিয়োগ করেছে রাজ্য। অথচ যথেষ্ট সংখ্যায় নিয়োগ করা হয়নি টেটে উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দুর্নীতির তদন্ত এবং নিয়োগে অগ্রাধিকারের দাবি জানাবেন তাঁরা।