বিদ্যুৎহীন বেহালার একাধিক জায়গায় CESC-র গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
দক্ষিণের বেহালা, বাঁশদ্রোণী, কুঁদঘাট, নেতাজিনগরে বিদ্যুত্ পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুত্ পরিষেবা ব্যাহত কামালগাজি, সোনারপুর, গড়িয়ার বিভিন্ন এলাকা।
নিজস্ব প্রতবেদন: গাছ উপড়ে গিয়েছে। রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। ধ্বংসের প্রভাব এতটাই যে এখনও পর্যন্ত বহু এলাকায় পৌঁছতেই পারেননি পুরসভা ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা। ফলে স্বাভাবিকভাবেই শহরের বিস্তীর্ণ এলাকায় নেই বিদ্যুত্ পরিষেবা। দক্ষিণের বেহালা, বাঁশদ্রোণী, কুঁদঘাট, নেতাজিনগরে বিদ্যুত্ পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুত্ পরিষেবা ব্যাহত কামালগাজি, সোনারপুর, গড়িয়ার বিভিন্ন এলাকা।
আরও পড়ন: আগামিকাল আমফান বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করবেন মমতা
যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদ্যুত্ সংযোগ চালু করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও, এই কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিদ্যুত্ বিভাগের কর্মীদের। এই অবস্থায় আবার অশান্তির খবরও মিলেছে। বেহালায় কালিপদ মুখার্জি রোড এলাকায় CESC-র ইঞ্জিনিয়ার ও কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বেহালার ভূপেন রায় রোডেও CESC-র গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বেহালা থানার পুলিস।