নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে জনজীবনে। কলকাতায় মেট্রো পরিষেবাও সচল হল আরও খানিকটা। সোমবার থেকে ররিবার বাদে সপ্তাহের বাকি দিনে সকাল সাতটা থেকে মেট্রো চালু হয়ে যাবে। রাতে দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন'টায়। মহিলা, বয়স্ক আর লাগবে না ই-পাসও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতাতেও শুরু 'দুয়ারে সরকার', প্রথম দিনেই মিলল ব্যাপক সাড়া


লকডাউনের জেরে বন্ধ ছিল প্রায় পাঁচ মাস। সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হয়ে গিয়েছে মেট্রো। তবে কোভিড মোকাবিলায় মেট্রো সফরে বদলে গিয়েছে একাধিক নিয়ম। নয়া ব্যবস্থা এখন অনেকটাই অভ্যস্তও হয়ে ওঠেছেন যাত্রীরা। স্রেফ সোম থেকে শনি নয়, পুজোর আগে রবিবারও পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। পরিষেবার সঙ্গে আরও ৫৮টি রেক বা মেট্রো। এখন রবিবার দিনভর সিনিয়র সিটিজেনদের জন্য কোনও ই-পাস লাগে না।  কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিষেবা? বুধবার ফের যাত্রীদের সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ।


আরও পড়ুন: হেঁশেল টানতে নাভিশ্বাস মধ্যবিত্তের, বাড়ল সর্ষের তেলের দাম


এখন সকাল সাড়ে আটটা থেকে রাত ন'টা পর্যন্ত মেট্রো চলে। সোমবার থেকে সেই সময়সীমা যেন বাড়ছে, তেমনি মেট্রোর সংখ্যাও বাড়ছে। মেট্রো সফরের ক্ষেত্রে নিয়মে ছাড় পাচ্ছেন সিনিয়র সিটিজেন, মহিলা ও শিশুরা।