নিজস্ব প্রতিবেদন: হেঁশেল টানতে নাভিঃশ্বাস মধ্যবিত্তের। আলু পেঁয়াজের দামে ছেঁকা খাচ্ছেন আমজনতা। কিন্তু এতেই শেষ নয়, এর উপর হু হু করে বাড়ল সর্ষের তেলের দাম।
এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। গত বছরে এই আট মাসে যে হারে সর্ষের তেলের বৃদ্ধি হয়েছিল তার তুলনায় এবছর বেড়েছে ৩.৮৯ শতাংশ বেশি।
4/5
সর্ষের তেলের দামের ঝাঁঝে চোখে জল আমজনতার। একমাসে এঞ্জিন সর্ষের তেলের লিটার প্রতি দাম ১৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা।
5/5
ইমামির ও ফরচুন সংশ্লিষ্ট সংস্থার সরষের তেলের দাম একটু কম। তবে তেলের ঘানি থেকে বা খুচরো ব্যবসায়ীদের কাছে তেলের দাম প্রতি কেজিতে ১০ টাকা করে বাড়ানো হয়েছে। এখন সর্ষের তেলের দাম যাচ্ছে প্রতি কিলোলিটারে ১২০ টাকা।