নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বঙ্গ বিজেপিতে যোগ দেন অভিনেতা বনি সেনগুপ্ত। ভোট মেটার পর শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীদের পথে হেঁটে এবার গেরুয়া শিবির ছাড়লেন বনিও। সোমবার দুপুরে টুইট করে বনি(Bonny Sengupta) জানিয়েছেন, 'আজকের পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনও যোগাযোগ থাকবে না।' বনির বিজেপি ত্যাগকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দল ছাড়ার খবর দিয়ে বনি টুইট করার পরই এনিয়ে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন দেবাংশু(Debangshu Bhattacharya)। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তৃণমূল নেতা লিখেছেন, 'দাদা গো, লোড শেডিং আবার পরে করবে। এদিকে দেখো, সব্বোনাশ হয়ে গেছে।'



উল্লেখ্য, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে একের পর এক নেতা বিজেপিতে যোগ দেন। শক্তি বাড়িতে থাকে বিজেপি। দলত্যাগীদের তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্য়য়ের(Rajib Banerjee) মতো হেভিওয়েটরা। সেই তালিকায় যোগ দেন শ্রাবন্তী, তনুশ্রীর মতো অভিনেতারাও। ভোট মিটতেই তৃণমূলে ফিরেছেন রাজীব। বিজেপি ছেড়েছেন শ্রাবন্তীরাও। গেরুয়া শিবিরে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া এখন উল্লেখযোগ্য নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে লোড শেডিং করে ভোটে জেতার অভিযোগ তুলেছিল তৃণমূলের একাংশ। এই অভিযোগ তুলেছিলেন খোদ দেবাংশুও। পূর্ব মেদিনীপুরের নেতা অখিল গিরিও শুভেন্দুকে এনিয়ে কটাক্ষ করেছিলেন। বনির দলত্যাগে আজ সে কথা ফের টেনে আনলেন দেবাংশু।


আরও পড়ুন-বিজেপিতে মোহভঙ্গ? তনুশ্রী, শ্রাবন্তীর পর দল ছাড়লেন বনি সেনগুপ্ত


কেন বনির বিজেপি ত্যাগ?  টুইট করে অভিনেতা লিখেছেন, এই দল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। এদের কোনও উন্নয়নও আমি দেখতে পাচ্ছি না। প্রত্যাশা পূরণে ব্যর্থ এরা। বাংলা ও বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নতির কথা বলা হয়েছিল সেরকম কোনও উন্নতি দেখতে পাইনি।'


টুইট করে দল ছাড়ার কথা ঘোষণার পর জি ২৪ ঘণ্টাকে বনি বলেন, 'টুইট করার পর থেকেই বিজেপির নেতারা ট্রোল করতে শুরু করেছে। ২ তারিখের পর থেকে বিজেপির একমাত্র লক্ষ্য কীভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে(Mamata Banerjee) হারানো যায়। সার্বিক উন্নতির কোনও লক্ষ্যই নেই এদের। কেউ কোনও খবরও নেয় না। তৃণমূলের তরফ থেকে খবর নেয়। শুভেন্দুদা ও রাজীবদার হাত ধরেই এই দলে যোগদান করেছিলাম কিন্তু কেউ কোনও খবরই রাখে না। একজন নেতা আছেন তিনি তো সবসময়ই আর্টিস্টদের দিকে আঙুল তোলেন, সেগুলো শুনতে খুবই খারাপ লেগেছিল। হেরে যাওয়ার পর আর কাজ নিয়ে কেউ কথা বলে না। কাজ করার ইচ্ছে থাকলেও উপায় নেই এই দলে।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)