Kuntal Ghosh Arrested: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তলকে সাসপেন্ড করছে তৃণমূল! জল্পনা বাড়ল যুব সভানেত্রীর কথায়
পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারের ৬ দিনের মাথায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। প্রশ্ন উঠছে কুন্তলের বেলায় কী হবে। কুন্তল ঘোষ সম্পর্কে সায়নী ঘোষ বলেন, ও তো আমাদের যুবর কমিটিতে রয়েছে। ওকে নিয়ে তদন্ত হয়েছে। বিচারাধীন বিষয়। এখন এনিয়ে কথা বলার অর্থ তদন্তকে প্রভাবিত করা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে দল। হুগলির যুব তৃণমূল নেতাকে সম্ভবত সাসপেন্ড করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনটাই খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ ৯ দিন রয়েছেন ইডি হেফাজতে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করেছিল দল। ফলে কুন্তল ঘোষকেও উপরেও একই শাস্তি নেমে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-তীব্র ভূমিকম্পে মৃত ৭, আহত ৪০০-র বেশি! সীমান্ত-এলাকা যেন মৃত্যুপুরী...
গ্রেফতার হাওয়ার পর নিয়োগ দুর্নীতিতে ১৯ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন কুন্তল ঘোষ। এমনটাই খবর ইডি সূত্রে। তবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা মনে করছে, ৩০ কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে। ইডি এখন বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি ওই দুর্নীতির সঙ্গে প্রবাভশালী কারা জড়িয়ে রয়েছেন তা খুঁজে দেখা হচ্ছে।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফচারের পর কুন্তল ঘোষকে নিয়ে অস্বস্তিতে দল। এমনটাই খবর তৃণমূল সূত্রে। পার্থর গ্রেফতারের পর প্রাথমিক ও মাধ্যমিক পর্ষদের আধিকারিকরা গ্রেফতার হয়েছেন। বিরোধীরা রোজই এনিয়ে চেপে ধরছিল তৃণমূলকে। এরকম এক পরিস্থিতিতে কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় প্রবল ক্ষিপ্ত দলের নেতারা। তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষও বলেছেন কুন্তলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। তাঁর পাশে দাঁড়ানোর কোনও কারণ নেই। তিনি বড় মাপের কোনও নেতা নন। তিনি যে পোর্টফোলিও হোল্ড করেন তা চলে গেল তৃণমূলের ক্ষতি হবে না।
পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতারের ৬ দিনের মাথায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। প্রশ্ন উঠছে কুন্তলের বেলায় কী হবে। কুন্তল ঘোষ সম্পর্কে সায়নী ঘোষ বলেন, ও তো আমাদের যুবর কমিটিতে রয়েছে। ওকে নিয়ে তদন্ত হয়েছে। বিচারাধীন বিষয়। এখন এনিয়ে কথা বলার অর্থ তদন্তকে প্রভাবিত করা। হাজার হাজার ছেলেমেয়েদের চোখের জল যারা ফেলেছে তাদের বিচার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অধিকার কারও নেই। কুন্তলের মতো নেতাকে বাঁচানোর কোনও দায় আমার নেই।
কুন্তলের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হবে? সায়নী ঘোঘ বলেন, এনিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। দেখছি কীভাবে কী করা যায়।