Kolakata: স্নায়ুঘটিত সমস্যা নিয়ে SSKM-এ ভর্তি Mukul Roy, গঠিত হল মেডিক্য়াল বোর্ড

উডবার্নে ভর্তি হলেন মুকুল রায়। 

Updated By: Sep 2, 2021, 01:11 PM IST
Kolakata: স্নায়ুঘটিত সমস্যা নিয়ে SSKM-এ ভর্তি Mukul Roy, গঠিত হল মেডিক্য়াল বোর্ড

নিজস্ব প্রতিবেদন: স্নায়ুঘটিত সমস্য়া নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক মুকুল রায়। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেডে ভর্তি হয়েছেন তিনি। তৃণমূল নেতার চিকিৎসায় তৈরি হয়েছে সাত সদস্যের মেডিক্য়াল বোর্ড। 

স্নায়ুর সমস্য়া আগেও বেশ কয়েকবার বৃহস্পতিবার এসেছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার সকালেও হাসপাতালে আসেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন। সূত্রের খবর, শীঘ্রই তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড পরীক্ষা শুরু করবে। এরপর আরও স্পষ্ট ভাবে শারীরিক সমস্যাগুলো বোঝা যাবে।

আরও পড়ুন: Fake Police: এবার গার্ডেনরিচ থেকে জালে ভুয়ো পুলিস

আরও পড়ুন: Post Poll Violence: নদিয়ার চাপড়ায় BJP কর্মী খুনে CBI-র হেফাজতে আরও ২

একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায়। এরপর তৃণমূলে ফেরেন তিনি। সম্প্রতি নিজের স্ত্রীকেও হারিয়েছেন তিনি।