তৃণমূলের সভায় তুলোধোনা কংগ্রেসকে
শরিকি বিবাদ চলছিলই। সোমবার তার সঙ্গে আরও একটা পালক যুক্ত হল। আট মাস আগে হাত ধরে জোট করা কংগ্রেসকে নিয়ে তৃণমূল কতটা বিব্রত, সেই ছবি আবার ফুটে উঠল গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমাবেশে।
শরিকি বিবাদ চলছিলই। সোমবার তার সঙ্গে আরও একটা পালক যুক্ত হল। আট মাস আগে হাত ধরে জোট করা কংগ্রেসকে নিয়ে তৃণমূল কতটা বিব্রত, সেই ছবি আবার ফুটে উঠল গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের সমাবেশে।
মহাকরণে কংগ্রেসকে দরজা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার যুব তৃণমূল কংগ্রেসের সমাবেশে সরাসরি বেরিয়েই যেতে বললেন তৃণমূলের ওপর শীর্ষ নেতারা। প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সী এমনকী প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও বাছা বাছা বিশেষণ প্রয়োগে পিছপা হননি তৃণমূল নেতারা।
আসলে কংগ্রেসের বিরুদ্ধে কী বলতে হবে তার সুর বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে গান্ধী মূর্তির মঞ্চ থেকে কংগ্রেসকে মুক্তকচ্ছ হয়ে আক্রমণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা। সব মিলিয়ে নজিরবিহীন টানাপোড়েনে জোট কার্যত বেলাইন। সরকারের শরিক দু দলের এমন ঝগড়া আগে হয়েছে? রাজনৈতিক মহল এখন সেই তথ্য খুঁজতে ব্যস্ত।