কালোটাকা নিয়ে কথা না রাখায় বিজেপিকে 'ছি' তৃণমূলের
কলকাতা: কালোটাকা ইস্যুতে কথা রাখতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার। সেই করণে ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। শনিবার কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক-ও-ব্রায়েন। "কালো টাকা ইস্যুতে ইউ-টার্ন লজ্জাজনক। কংগ্রেস আর বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ", এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ।
বিদেশে গচ্ছিত কালোটাকা নিয়ে বিজেপির আস্ফালন বৃথা বলে মনে করছে পশ্চিমবঙ্গের শাসকদল। ডেরেকের প্রশ্ন, "কী ব্যবস্থা নিতে পেরেছে বিজেপি?" টাকা দেশে ফেরাতে শুধুমাত্র কমিটি গঠন যথেষ্ঠ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বিজেপি কালোটাকা ইস্যুতে কথা না রাখায় তৃণমূল সরব হবে বলে আশ্বস্ত করেছেন সাংসদ। আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদ কক্ষে তৃণমূল কালোটাকা ইস্যুতে বিরোধীদের সঙ্গে গলা মেলেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।