কাল সারাদিন রেড রোডে শপথ গ্রহণ দেখলেন কিন্তু রেড রোডের ব্যাপারে এই দু'টি তথ্য কি আপনার জানা আছে?
কাল সারাদিন তো ওয়েবসাইটে আর টি.ভি.-র পর্দায় রেড রোডে রাজ্যের নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ দেখলেন। সে তো এক এলাহি কান্ড। কিন্তু কলকাতার এই বিখ্যাত রাস্তাটির সম্পর্কে দু'টি তথ্য আপনাকে জানাচ্ছি-
ওয়েব ডেস্ক: কাল সারাদিন তো ওয়েবসাইটে আর টি.ভি.-র পর্দায় রেড রোডে রাজ্যের নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ দেখলেন। সে তো এক এলাহি কান্ড। কিন্তু কলকাতার এই বিখ্যাত রাস্তাটির সম্পর্কে দু'টি তথ্য আপনাকে জানাচ্ছি-
১) গবেষক ও প্রাক্তন পুর কমিশনার অজিত কুমার বসুর মতে, মার্কউডের তৈরী মানটিত্রে, ১৭৮১ সালে নির্মীত 'দ্য ওল্ড কোর্স' রাস্তাটির উল্লেখ পাওয়া যায়। এই ওল্ড কোর্ট হাউস স্ট্রিট দক্ষিণ দিকে প্রসারিত হয়ে রেড রোডের রূপ নিয়েছে। আর এই রাস্তার সৌন্দর্যায়নের জন্য তৎকালীন বৃটিশ সরকার লটারির মাধ্যমে সাধারণ মানুষের থেকে টাকা তোলার সিদ্ধান্ত নেয়। এই টাকা ব্যবহৃত হত জনকল্যামূলক কাজে। ১৭৯৩ সালে কলকাতায় শুরু হয় এই পদ্ধতিতে টাকা তোলা। এর আগে ১৭৮৪ সালে ৯ জন সদস্যের এক লটারি কমিটি তৈরী হয়, আর তার মাধ্যমেই কলকাতার পূর্ব, মধ্য ও উত্তরে বিভিন্ন কর্মসূচী শুরু হয়। যার মধ্যে রেড রোডের সৌন্দর্যায়ন ছিল অন্যতম।
উপরের তথ্যটা যদি একেবারে ঐতিহাসিক হয়, তাহলে পরের তথ্যটি একদমই সাম্প্রতিক।
২) রেড রোড নামটা কিন্তু এখন পুরানো। রেড রোডের নতুন নামটা কি আপনার জানা আছে? সেটা হল- 'ইন্দিরা গাঁধী সরণি'।
তাহলে কি ঠিক করলেন? এবার থেকে কোন নামে ডাকবেন? আধুনিক না সেঁকেলে?