Nirmala Sitharaman: `হৃদয়হীন মুখ্যমন্ত্রী`, সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিশানায় মমতা!
`তৃণমূল জানে, শাহাজাহান কোথায়? রাজনৈতিক কারণেই গ্রেফতার করা হয়নি`!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'হৃদয়হীন মুখ্যমন্ত্রী'। সন্দেশখালিকাণ্ডে এবার মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বললেন, 'তৃণমূল জানে, শাহাজাহান কোথায়? রাজনৈতিক কারণেই গ্রেফতার করা হয়নি'।
আরও পড়ুন: BJP: সন্দেশখালিকাণ্ডে কলকাতায় ধরনা! বিজেপিকে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের...
সন্দেশখালিকাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি। কলকাতায় এসে তৃণমূলকে আক্রমণ করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ বলেন, 'সন্দেশখালি, এ বিষয়ে কথা বলতে গেলে শরীর কেঁপে ওঠে। রাজ্য সরকার কতটা নির্মম যে, এখনও পর্যন্ত শাহাজানকে গ্রেফতার করল না! যদি কোনও নেতৃত্ব থাকত, সে ছেলে-ই কো বা মেয়ে, এটা মেনে নিতে পারত! আমার মনে আছে, সংসদের মণিপুর নিয়ে কতবার প্রশ্ন তুলেছিল, এটা কেন করনি? ওটা কেন করনি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিলেন কী কী পদক্ষেপ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন, ক্য়াম্পে ছিলেন। সবার সঙ্গে কথা বললেন। যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা, নিলেন'।
আর সন্দেশখালিতে? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, '১৪৪ জারি করে কাউকে যেতে দিচ্ছে না। মন্ত্রীরা যাচ্ছেন, তারপরেও কী বিবৃতি আসছে, আমরা কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করব।তার মানে জানেন, কোথায় আছে? সেজন্যই আত্মবিশ্বাসের সঙ্দে বলছ, এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করর'।
আরও পড়ুন: Partha Kar Chowdhury: 'হসপিটাল ম্যান'ই ভরসা এসএসকেএম, শম্ভুনাথ পণ্ডিতের রোগীর বাড়ির লোকজনের...
চুপ করে থাকেনি তৃণমূলও। দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, 'উনি এসব কথা খুব ভালো মতোই বলতে পারবেন। কারণ, ওনারাই তো ব্রিজভূষণকে দিনের পর দিন রাজনৈতিক কারণে গ্রেফতার করেনি। সেই ব্রিজভূষণ, যাঁর বিরুদ্ধে সাক্ষী মালিক থেকে শুরু একে পর এক সোনার মেয়ে যৌন নির্যাতনের অভিযোগ করল। শুধুমাত্র বিজেপি সাংসদ হওয়ার কারণে. যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে সরকারের হাঁটু কেঁপে গেল'। বলেন, 'শাহাজাহানকে খুঁজছে পুলিস। আশা করি, ৮-১০ দিনের মধ্যে গ্রেফতার হবে। আমরা উত্তমকে গ্রেফতার করতে পারবে। আমাদেরকে রাজধর্ম নিয়ে জ্ঞান দিতে আসবেন না। নিজেদের দিকটা দেখুন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)