রাজ্যের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের গলায়

বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অগ্রগতি নিয়ে রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা। তিন দিনের কলকাতা সফরের শেষ দিনে আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। শিল্প-বাণিজ্য ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিশদে খোঁজ খবর নেন। এবিষয়ে রাজ্যকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ভার্মা। শিল্প-বাণিজ্যের  উন্নয়নে মুখ্যমন্ত্রীর ভূমিকারও প্রসংসা করেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত।

Updated By: Feb 2, 2015, 11:22 PM IST

ওয়েব ডেস্ক: বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অগ্রগতি নিয়ে রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা। তিন দিনের কলকাতা সফরের শেষ দিনে আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। শিল্প-বাণিজ্য ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিশদে খোঁজ খবর নেন। এবিষয়ে রাজ্যকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ভার্মা। শিল্প-বাণিজ্যের  উন্নয়নে মুখ্যমন্ত্রীর ভূমিকারও প্রসংসা করেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত।

মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য অবশ্য অস্বস্তিতে ফেলবে শাসক দল ও রাজ্য সরকারকে। এবিষয়ে তাঁর স্পষ্ট মন্তব্য, এফডিআই ছাড়া শিল্প-বাণিজ্যে কোনও অগ্রগতিই সম্ভব নয়।

.