#উৎসব : নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম, বাড়ি থেকেই নজরদারিতে মুখ্যমন্ত্রী
বিপর্যয় মোকাবিলা দফতরে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম।
![#উৎসব : নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম, বাড়ি থেকেই নজরদারিতে মুখ্যমন্ত্রী #উৎসব : নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম, বাড়ি থেকেই নজরদারিতে মুখ্যমন্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/11/349875-nabanno.png)
নিজস্ব প্রতিবেদন : উৎসবের দিনগুলোর কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বিশেষ করে দুষ্কৃতী হানার বিষয়ে সতর্ক থাকতে ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
একইসঙ্গে কোভিড বিধির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশিকা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কড়া হাতে তার মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, Coal Scam: কয়লাকাণ্ডে বড়সড় স্বস্তি, সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না রুজিরাকে
যদিও পুজোর দিনগুলোতে সরকারি ছুটি রয়েছে। তবে প্রতিদিন নবান্নে আসবেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। নবান্ন থেকেই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখবেন তাঁরা। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরে খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। অন্যদিকে বাড়ি থেকেই প্রতিক্ষণ মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।