১৭টি পুরসভায় আপাতত ভোট হচ্ছে না, জানালেন পুরমন্ত্রী
১৭টি পুরসভায় আপাতত ভোট হচ্ছে না, জানালেন পুরমন্ত্রী
১৭টি পুরসভায় আপাতত ভোট হচ্ছে না। আজ জানিয়ে দিলেন পুরমন্ত্রী ববি হাকিম। পুনর্বিন্যাসের ফলে সাতটি পুরসভা চলে গেছে কর্পোরেশনের মধ্যে। বাকি দশটি পুরসভায় ভোট হবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল। কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল আপাতত পুরভোট হচ্ছে না।
নতুন চারটি কর্পোরেশন গঠন ও তিনটি কর্পোরেশনের এলাকা বৃদ্ধির প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। তারপর হবে ভোট। সেই সময়ই মেয়াদ উত্তীর্ণ এই পুরসভাগুলির নির্বাচন হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
কর্পোরেশন গড়ে পুর এলাকা পুনর্বিন্যাসের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ ছিল, পুরভোট এড়াতেই নতুন কৌশল নিয়েছে রাজ্য। এরই মধ্যে পুরমন্ত্রী জানিয়ে দিলেন, এখন নয়, পুজোর পর হবে পুরভোট।