রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে
আগামী ১৭ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। তার আগে শনিবার কলকাতায় জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ের জেলাশাসক এবং পুলিস সুপারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত।
আগামী ১৭ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। তার আগে শনিবার কলকাতায় জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ের জেলাশাসক এবং পুলিস সুপারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার ভিএস সম্পত।
তাঁর সঙ্গে ছিলেন উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসি। জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে বৈঠকে উঠে আসে KLO প্রসঙ্গ। কেএলও নিয়ে যে নির্বাচন কমিশন উদ্বিগ্ন, উত্তরবঙ্গের তিন জেলাশাসক ও পুলিস সুপারকে তা বুঝিয়ে দিয়েছেন ভিএস সম্পত। তারজন্যই প্রথমদফার নির্বাচনে উত্তরবঙ্গের বিভিন্ন বুথে বাড়তি বাহিনী দেওয়ার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার। শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তাও।