উৎসবের প্রহর গোনা শুরু, কুমোরটুলিতে তৎপরতা তুঙ্গে
দুমাসও বাকি নেই। এরপরই উত্সবের ঢাকে কাঠি পড়বে। কুমোরটুলিতে তাই তত্পরতা তুঙ্গে। শ্রাবণের অঝোর ধারার মাঝে তাই কোনও মতে ছাউনি তৈরি করেই চলছে প্রতিমা গড়ার কাজ। কাঠামোই খড় বাঁধা শেষ। এখন পড়ছে মাটির প্রলেপ। ছাঁচে মাটি ফেলে প্রতিমার মুখও তৈরি।
কলকাতা: দুমাসও বাকি নেই। এরপরই উত্সবের ঢাকে কাঠি পড়বে। কুমোরটুলিতে তাই তত্পরতা তুঙ্গে। শ্রাবণের অঝোর ধারার মাঝে তাই কোনও মতে ছাউনি তৈরি করেই চলছে প্রতিমা গড়ার কাজ। কাঠামোই খড় বাঁধা শেষ। এখন পড়ছে মাটির প্রলেপ। ছাঁচে মাটি ফেলে প্রতিমার মুখও তৈরি।
কিন্তু মাঝ শ্রাবণে বাধ সাধছে প্রকৃতি। কখনও ইলসে গুড়ি, কখনও বা ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। কিন্তু শনিবার প্রতিমা শিল্পীদের মুখে হাসি ফোটাল রোদ।
তবে মাটির প্রতিমায় মাটির প্রলেপ পড়তে বাকি, তখন সেজে গুজে বিদেশে পাড়ি দিয়েছে ফাইবারের প্রতিমা।
খদ্দেরদের এখন দুটো চাহিদা। প্রতিমা হতে হবে দামে সস্তা, আর প্রতিমার রূপ যেন নজর কাড়ে সকলের। দ্বিতীয়টাতেই বেশি গুরুত্ব দিতে চান প্রতিমাশিল্পীরা। কারণ, হাতের কাজে কোন শিল্পী কাকে টেক্কা দেন, তার ওপর যে নির্ভর করছে আগামী বছরের বায়না।