নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে দাঁড়ানোর ও ভবানীপুর থেকে সরে যাওয়ার জল্পনার মধ্যেই বিজেপি শিবির থেকে নন্দীগ্রামে শুভেন্দু ও ভবানীপুরে কোনও হেভিওয়েট প্রার্থী দাঁড় করানোর কথা শোনা গিয়েছিল। নন্দীগ্রামে দাঁড়ানোর ঘোষণার মধ্যেই টালিগঞ্জে দাঁড়ানোর জল্পনা ভাসিয়ে দিয়েছিলেন মমতা। এবার আসানসোল থেকে তুলে নিয়ে এসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে(Babul supriyo) টালিগঞ্জেই দাঁড় করিয়ে দিল বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ তৃতীয় ও চতু্র্থ দফায় মোট ৬৫ প্রার্থীর নাম প্রকাশ করছে বিজেপি। তার মধ্যে রয়েছে বিজেপির ৩ সাংসদ  ও ১ কেন্দ্রীয় মন্ত্রীর নাম। অর্থাত্ হেভিওয়াট প্রার্থীদের বিরুদ্ধে হেভিওয়েটদের দাঁড় করিয়ে তৃণমূলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির।


আরও পড়ুন- West Bengal Election Live : 'আহত বাঘ ভয়ঙ্কর, খেলা হবে', সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ মমতার


অন্য়দিকে, টালিগঞ্জে এবার মন্ত্রীর অরূপ বিশ্বাসকে(Arup Biswas) দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। বরাবরই এলাকার মানুষের পাশে থেকেছেন অরূপ বিশ্বাস। অনেক দিনের বিধায়ক, বহুবারের মন্ত্রী। মমতা সরকারের একাধিক জনকল্য়াণমূলক কাজকর্ম , বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে সরব হচ্ছেন ভোটদাতাদের কাছে। কিন্তু তাঁর এলাকাতেই টালিগঞ্জের ফিল্ম ইন্ড্রাস্ট্রি আজ দুভাগ। অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। এদের ধরে রাখতে না পারার ব্যর্থতা ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন- West Bengal Assembly Election : তৃতীয় ও চতুর্থ দফায় BJP-র তারকা প্রার্থী ও তাঁদের কেন্দ্র


এবার টালিগঞ্জ থেকে সিপিএম প্রার্থী করেছে ছোট পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষ(Debdut Ghosh)। বাম ঘরানার মানুষ দেবদূত অভিনয়ের পাশাপাশি সংগঠনটিও করেছেন। ফলে টালিগঞ্জের ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে চেনেন হাতের তালুর মতো। ইন্ডাস্ট্রিজের ক্ষোভটাও জানানে খুব ভালো ভাবে। সেটা তিনি প্রচারে ইস্যু করতে পারবেন ভালোভাবেই।  পাশাপাশি তারকা হলেও মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে দেবদূতের।  টালিগঞ্জ ইন্ড্রাস্ট্রিজের সমস্যা সহ গত ১০ বছরে রাজ্যের উন্নয়ণ, দেশে সাম্প্রদায়িক রাজনীতির বাড় বাড়ন্ত, কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তুলছেন দেবদূত। ফলে একদিকে রাজ্যের এক মন্ত্রী, এক কেন্দ্রীয়মন্ত্রী ও খোদ ফিল্ম ইন্ড্রাস্টির একজন প্রতিনিধির লড়াইয়ে জমজমাট এই কেন্দ্র।