1/7
তারকা হিসেবে তিনি মোটেই নতুন মুখ নন। রাজনীতির আঙিনায় ২-২ বারের লোকসভা ভোটে জয়ী সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রীও বটে। তবে বিজেপির হেভিওয়েট-ই বলুন বা তারকা-ই বলুন, বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীতালিকায় বাবলু সুপ্রিয় (Babul Supriyo) নিঃসন্দেহে একটা চমক। আসানসোল সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এবার বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে দাঁড় করাচ্ছে গেরুয়া শিবির। উল্লেখ্য, টালিগঞ্জ থেকে লড়তে পারেন বলে প্রার্থীতালিকা ঘোষণার দিন ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রাজনৈতিক মহলের মতে, টালিগঞ্জে বাবুলকে বিজেপির প্রার্থী করার পিছনে সেটা অন্যতম কারণ।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
বেহালা পূর্বে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার (Payel Sarkar)। উল্লেখ্য, এই কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক শোভন চট্টোপাধ্য়ায়। কিন্তু এবার পারিবারিক বিতর্ক এড়াতেই শোভনকে বেহালা পূর্বে টিকিট না দিয়ে অন্যত্র দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে শোনা গিয়েছিল। আজ দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল, বেহালা পূর্বে তৃণমূলের রত্না চ্যাটার্জি (শোভন চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী)-র বিরুদ্ধে লড়বেন পায়েল। প্রসঙ্গত, এই তালিকায় শোভন চ্যাটার্জি নাম উল্লেখ করা হয়নি।
7/7
photos