TMC, BJP-র মতো বাম ব্রিগেডেও তারকারা
ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, দেবজ্যোতি মিশ্র সহ আরও অনেকেই।
নিজস্ব প্রতিবেদন : টলিপাড়ায় দল বদলের হিড়িক। কেউ যাচ্ছেন তৃণমূলে, তো কেউ আবার বিজেপিতে। সেখানে দাঁড়িয়েই 'বিকল্প আছে' বলে সাংস্কৃতিক মঞ্চ গড়ার ডাক দিয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা বাদশা মৈত্র সহ টলিপাড়ার আরও কিছু বাম মনোভাবাপন্ন ব্যক্তিত্ব। ২৮ ফেব্রুারি বামেদের ব্রিগেড সমাবেশেও দেখা গেল তাঁদের। ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্র, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্র, দেবজ্যোতি মিশ্র সহ আরও অনেকেই।
ব্রিগেডে উপস্থিত সমস্ত মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ''আমাদের দেশ এবং রাজ্যে একমাত্র বামেরাই বিকল্প গড়ে তুলতে পারে। একমাত্র বামেদের জোটই বিকল্প গড়ে তুলতে পারে।''
Posted by Anik Dutta on Saturday, 27 February 2021
সব্যসাচী চক্রবর্তীর কথায়, ''আজকে আমরা যে কারণে এখানে জমায়েত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন। যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে, বা যে সরকার এখানে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাম গণতান্ত্রিক জোটকে সমর্থন করতে হবে। যদি সুস্থ পশ্চিমবঙ্গ চান, তাহলে এছাড়া আর গতি নেই। এটাই জোর গলায় আমরা সবাই বলব। আপনারা আশাকরি সমর্থন করবেন। যাতে আগামীদিন সুদিন হয়, তার জন্য আমাদের এই লড়াই। আজকের এই জমায়েত সেই উদ্দেশ্যেই।''
আরও পড়ুন-নখে কাস্তে হাতুড়ি তারা, ব্রিগেডে Sreelekha
আরও পড়ুন-এখানে আসব বলে চুলে লাল রং করেছি, Brigade-এ দেখা হবে, খেলা হবে : Sreelekha
শ্রীলেখা বলেন, ''এই যে এত লোক জমায়েত করেছেন এই ভোটগুলি যেন ব্যালট পেপারে ফুটে ওঠে। ব্যালট পেপারে যেন ভোট ঠিক জায়গায় পড়ে। ইনকিলাব জিন্দাবাদ, বিকল্প একটাই।''