WB assembly election 2021: 'দেখরে মেলে ত্রিনয়ন, ঝুলছে তোর উন্নয়ন', কোচবিহার কাণ্ডে Mamata-কে নিশানা Dilip-র
দলের নেতার মৃত্য়ুতে সিবিআই তদন্তের দাবি কৈলাস বিজয়বর্গীর।
নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের (WB assembly election 2021) মুখে ফের বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। কোচবিহার কাণ্ডে এবার গর্জে উঠলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে তাঁর টুইট, 'দেখরে মেলে ত্রিনয়ন, ঝুলছে তোর উন্নয়ন'।
২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর এখনও থমথমে কোচবিহারের দিনহাটা। এদিন সকালে হেলিকপ্টারে দিনহাটায় পৌঁছন কৈলাস বিজয়বর্গীয় () ও দীনেশ ত্রিবেদী। ময়নাতদন্তের পর কোচবিহার শহরে দলের সদর দপ্তরে আনা হয় নিহত বিজেপি নেতার দেহ। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান কৈলাস (Kailash Vijayvargiya) ও দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। পরে সাংবাদিক সম্মেলনে ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলেন তাঁরা। কোচবিহারে যাননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে, এদিন দুপুরে একটি ছবি টুইট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলার জখম পায়ে প্লাস্টার করা আর সেই পায়ে গলায় দড়ি দিয়ে ঝুলছেন এক ব্যক্তি! উপরে লেখা, 'দেখরে মেলে ত্রিনয়ন, ঝুলছে তোর উন্নয়ন'।
দেখরে খুলে ত্রিনয়ন,
ঝুলছে তোর ওই উন্নয়ন! #PoliticalTerrorism of TMC pic.twitter.com/U06WqFeyV4— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 25, 2021
আরও পড়ুন: WB assembly election 2021: 'আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব'
প্রসঙ্গত, বুধবার সকালে দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পার্টি অফিস লাগোয়া পশু চিকিৎসালয়ে বারান্দায় তাঁর দেহ দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। এরপর তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। দিনহাটা থানার সামনে বিক্ষোভ-পাঁচমাথায় মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ, বাদ যায়নি কিছুই। এমনকী, তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। সন্ধ্যা গড়াতে আবার খোদ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বাড়ির সামনে বোমাবাজি অভিযোগ ওঠে। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।