নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের (WB Assembly Election 2021) আগে শহরের আনাচে-কানাচে ঢাউস ব্যানার। তৃণমূল নেত্রীর ছবি দিয়ে স্লোগান,'বাংলা তার নিজের মেয়েকেই চায়'। বিজেপিকে বহিরাগত আক্রমণের আবহেই এই প্রচার তুঙ্গে তুলেছে তৃণমূল (TMC)। রবিবার ব্রিগেডে তৃণমূলের 'বহিরাগত' অস্ত্রে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেন,'বাংলার জনতা দিদি হিসেবে বেছেছিল আপনাকে। কিন্তু, আপনি নিজেকে ভাইপোর পিসি হয়েই সীমাবদ্ধ রাখলেন।'    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদী (Narendra Modi) এ দিন বলেন,'মা-মাটি-মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর নতুন স্লোগান দিচ্ছেন। আরে দিদি, বাংলারই নন, গোটা ভারতের মেয়ে।' তিনি যোগ করেন,'দিদি বাংলার জনতা আপনাকে দিদি হিসেবে বেছেছিলেন। কিন্তু, আপনি নিজেকে একজন ভাইপোর পিসি হয়েই সীমাবদ্ধ রাখলেন। ভাইপোর পিসি হওয়ার মোহ ছাড়তে পারলেন না? বাংলার লাখো ভাইপো-ভাইঝির আশাপূর্ণ করেননি। খালি নিজের ভাইপোর লোভ পূরণ করেছেন। যে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাদের ভাই-ভাতিজা সংস্কৃতি ছাড়তে পারলেন না আপনি!   


বিজেপিকে (BJP) বহিরাগত বলে নিশানা করছে তৃণমূল (TMC)। প্রার্থীতালিকা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, 'বাংলাকে বহিরাগতরা শাসন করবে না।' এ দিন মোদী (Narendra Modi) দাবি করেন, বিজেপি বহিরাগত নয়। বরং এই বাংলার। তাঁর কথায়,'বিজেপিকে বহিরাগত বলছেন! আপনারা বলুন, কংগ্রেস কে তৈরি করেছিল? বামপন্থীরা এত বছর শাসন করেছে এখানে। মার্ক্স, লেনিনের আদর্শ বহিরাগত না বাংলার? তৃণমূলও তো কংগ্রেস থেকে তৈরি হয়েছিল। বিজেপির স্থাপনার মূলেই বাংলা। বাংলার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে তৈরি হয়েছে এই দল। বাংলার গন্ধ লেগে রয়েছে। বাংলার সংস্কৃতির বিজেপিতে। বিজেপির ডিএনএ-তে বাংলা। বাংলার কাছে ঋণী বিজেপি। এই ঋণশোধ করতে পারব না। তবে বাংলার মাটির তিলক লাগিয়ে উন্নতির শিখরে নিয়ে যাব। পদ্মফুলে বাংলার মাটির গন্ধ রয়েছে।'


আরও পড়ুন- রাকেশ সিং-কে সব খবর দিত আরিয়ান, পামেলাকাণ্ডে গ্রেফতার আরও ১