এত শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়নি, সকালে ভোট দিয়ে দাবি BJP-র তারকা প্রচারক Mithun-র
গেরুয়া ব্রিগেডে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ।
নিজস্ব প্রতিবেদন: সকাল সকাল ভোট দিলেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের তারকা ভোটার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন বিজেপির এই প্রচারক। সঙ্গে ছিল নিরাপত্তা বাহিনী। ভোটদানের পর মহাগুরু বার্তা, ভোট দিয়ে বেরিয়ে সকলের উদ্দেশ্যে ‘মহাগুরু’র বার্তা,''সকলে ভোট দিন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।''
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন (Mithun Chakraborty) বলেন,''এত শান্তিপূর্ণ ভোটগ্রহণ এর আগে হয়নি। নিরাপত্তা কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।''
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বিজেপির ব্রিগেডে পদ্ম পতাকা হাতে নেন তিনি। বিজেপির প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছিল। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হওয়ার পর তীব্র হয় সেই জল্পনা। শেষপর্যন্ত প্রার্থী হননি মিঠুন। তবে বিজেপি প্রার্থীদের হয়ে সভা-রোড শো করেছেন। তাঁকে দেখতে মানুষের ভিড়ও জমেছে।
আরও পড়ুন- শীতলকুচির সেই বুথে পুনর্নির্বাচনে সাতসকালে BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি