নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে আহত হলেন? সব ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে নির্বাচন কমিশনে (Election Commission) চিঠি দিল রাজ্য বিজেপি (BJP)। এর পাশাপাশি তদন্তের দাবিও করেছে তারা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচন কমিশনে (Election Commission) দেওয়া বিজেপির (BJP) চিঠিতে বলা হয়েছে, 'নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী আহত হন। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। নিরাপত্তা ডিরেকটর ও অতিরিক্ত ডিরেকটর উপস্থিত থাকা সত্ত্বেও এই ঘটনা উদ্বেগজনক। নন্দীগ্রাম হাজার হাজার পুলিস কর্মীও ছিলেন। তার পরেও নিরাপত্তায় ব্যাঘাত ঘটায়  আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা পূর্ণাঙ্গ তদন্তের আর্জি করছি। ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনা হোক।'



এ দিন কমিশনের অফিসে যান শিশির বাজোরিয়া ও সব্যসাচী দত্ত। এ দিন সব্যসাচী দত্ত বলেন,'মুখ্যমন্ত্রী যদি সিবিআই তদন্ত চান তাহলে আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রকে বলব।' শিশির বাজোরিয়ার কথায়,মুখ্যমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুল্যান্স থাকে, ডাক্তার থাকে। তাঁরা কোথায় গেলেন? আমার মনে হচ্ছে কমিশনকে সফট টার্গেট করা হচ্ছে।' 


আরও পড়ুন- west Bengal election 2021: SSKM-র Mamata, কীভাবে চলবে প্রচার? কালীঘাটে জরুরি বৈঠকে TMC